ছেলে বেঁচে নেই, তবু ফোনের অপেক্ষায় মা তারাসুন্দরী

প্রথম আলো রাঙ্গামাটি সদর প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮

রাঙামাটি শহর থেকে কাপ্তাই হ্রদ দিয়ে যন্ত্রচালিত দেশি নৌকা টানা দেড় ঘণ্টা চলল। তারপর থামল এক টিলার ধারে। মাটির ভাঙাচোরা সিঁড়ি ধরে টিলার ওপরের দিকে উঠতে হবে। দুই পাশে গাছ ও বাঁশের ছোট জঙ্গল। কিছুটা জায়গা থেকে গাছ কেটে পরিষ্কার করা হয়েছে। সেখানে বাঁশ দিয়ে তৈরি চারকোনা একটি ছোট মাচার মতো। রঙিন কাগজ দিয়ে সেটি ঘেরা। জানলাম, এটিকে চাকমা ভাষায় বলে ‘ছোবাশাল’। এখানেই অনিক কুমার চাকমাকে দাহ করা হয়েছে। তাঁরই স্মৃতিচিহ্নস্বরূপ জায়গাটিকে এভাবে রাখা হয়েছে। টিলার মাথায় অনিকদের বাড়ি।


২০ সেপ্টেম্বর রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর সড়কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় অনিক কুমার চাকমাকে। কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র অনিককে হত্যার দৃশ্যসংবলিত ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ হত্যার ঘটনায় অনিকের বাবা আদর সেন চাকমা মামলা করেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও