![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/jugantor/assets/news_photos/2024/09/26/whats-app-y-66f539f65ecf5.jpg)
হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বরে মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে
বর্তমান বিশ্বে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। আর এই অ্যাপটিতে প্রায়ই অপরিচিত নম্বর থেকে মেসেজ বা ভিডিও আসে। অসময়ে অবাঞ্ছিত মেসেজে এলে কার ভালো লাগে? তখন সেই অ্যাকাউন্টে গিয়ে চ্যাট ডিলিট করা, নম্বর ব্লক করা— নানা ধরনের ঝুঁকি তৈরি হয়।
আবার যদি মুহূর্তের অসতর্কতায় কোনো মেসেজে প্রবেশ করেন অথবা সেখানে পাঠানো কোনো ভুয়া লিঙ্কে ক্লিক করেন, তাহলে আবার প্রতারিত হওয়ার ঝুঁকিও থাকবে। এখন তো জালিয়াতি করার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে হ্যাকাররা। তবে তার থেকে যদি অন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায়, যেন অজানা নম্বর থেকে মেসেজ বা ভিডিও আসা একেবারেই বন্ধ হয়ে যাবে, তাহলে বেশ ভালো হয়।
এবার তেমন ফিচারই নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এর বিটা ভার্সনে এমন ফিচার আসছে, যেখানে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিতে বেশি জোর দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে গ্রাহকদের সুরক্ষায় ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ সিস্টেম চালু রয়েছে। এবার আরও একটি নতুন ফিচার যোগ হতে চলেছে।