![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024September/death-260924-01-1727349732.jpg)
তামিলনাড়ুতে এক পরিবারের পাঁচ সদস্যের লাশ মিলল গাড়িতে
ভারতের তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলায় একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ত্রিচি-কড়াইকুড়ি মহাসড়কে গাড়িটি দাঁড় করানো অবস্থায় পাওয়া যায়, লিখেছে এনডিটিভি।
নিহতরা হলেন মণিকন্দন (৫০) নামে এক ব্যবসায়ী, তার স্ত্রী নিত্যা ও মা সরোজা ও তাদের দুই সন্তান। শহর থেকে ২০০ কিলোমিটার দূরে সালেমের বাসিন্দারা ছিলেন তারা। বিষ খেয়ে তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের।