ফুরমোন মানে ফুরফুরে মন

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১

সেদিন ছিল সাপ্তাহিক হাটবার। সেই হাটে প্রায় আড়াই কেজি ওজনের দেশি মোরগ দেখে লোভ সামলাতে না পেরে কিনে নিই। পছন্দসই মোরগ পেয়ে ভারাক্রান্ত মনেও হেসে উঠি সবাই।


মন খারাপের কারণ আছে। রাতভর বাসযাত্রার পর ভোরবেলা স্পিডবোট ভাড়া করে যাচ্ছিলাম ঠেগামুখ। বোটচালক স্থানীয় বলে কখনো লেকের জল, কখনো খালের জল আবার কখনোবা কর্ণফুলীর নদীর জল কেটে আমাদের নিয়ে যাচ্ছিলেন গন্তব্যের দিকে। চোখের সামনে ধরা দিচ্ছিল প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ। বিশেষ করে নদীর দুই তীরের নয়নাভিরাম দৃশ্য আর আদিবাসীদের যাপিত জীবনের চালচিত্র মনে রাখার মতো; কিন্তু মাঝপথ থেকে ফিরতে হয়েছে। এমনটি হলে কার মন খারাপ হবে না? সে যাক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও