You have reached your daily news limit

Please log in to continue


সেই তোফাজ্জলকে নিয়ে নাটক

হতভাগ্য তোফাজ্জলকে নিয়ে নির্মাণ হলো বিশেষ নাটক। যাকে ভাত খাওয়ানোর পর পিটিয়ে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্রদের একাংশ। যে নৃশংসতা দেখেছে বিশ্ব, কেঁদেছে মানুষ। খলিলুর রহমান কচির পরিচালনায় এ নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। 

এরই মধ্যে আফতাবনগরের বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’ খ্যাত ইমরান।

তিনি বলেন, ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে। মনে হয়েছে, আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন