অদ্ভুত কারণে সাড়ে ৫ লাখ জরিমানা মরিনিয়োর
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৬
মাঠ কিংবা মাঠের বাইরে বারবার মেজাজ হারিয়ে শাস্তি পাওয়ার ঘটনা নতুন নয় জোসে মরিনিয়োর জন্য। তবে এবার যেভাবে জরিমানার মুখোমুখি হয়েছেন এমন অভিজ্ঞতা ২৪ বছরের ক্যারিয়ারে দেখেননি বলে তিনি নিজেই জানিয়েছেন। মূলত সংবাদ সম্মেলনে হাজির না হওয়ায় এই পর্তুগিজ কোচকে ৪০০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বড় বড় জায়ান্ট ক্লাবের দায়িত্ব পালন শেষে মরিনিয়োর বর্তমান ঠিকানা তুরস্কের ক্লাব ফেনারবাখ। যেখানে গালাতাসারে ও তার দল ফেনারবাখের মধ্যে লড়াইয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের। তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে দাবি করে তিনি সেই স্থান ত্যাগ করে যান। তার আগে শনিবার তুর্কি সুপার লিগের ম্যাচে মরিনিয়োর দল ফেনারবাখ ৩-১ গোলে হেরে যায় গালাতাসারের কাছে।
- ট্যাগ:
- খেলা
- জরিমানা
- সংবাদ সম্মেলন
- অনুপস্থিত
- হোসে মরিনহো