খাবারের খোঁজে স্কুলের ক্যাফেতে হাজির ভালুক ছানা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১

যুক্তরাষ্ট্রর কলোরাডোর এক স্কুলের ক্যাফেতে সকাল বেলা গিয়ে এর কর্মচারীকে রীতিমতো চমকে উঠতে হয়। কম বয়স্ক এক ক্রেতা অস্থিরভাবে ভেতরে পায়চারি করছে। তবে সমস্যা হলো এই ক্রেতা মোটেই স্কুলের কোনো শিক্ষার্থী নয়, বরং এক ভালুক ছানা। ক্যাফের খাবারের গন্ধে লোভে পড়ে ভেতরে ঢুকে পড়েছিল প্রাণীটি।


গত সোমবার এ ঘটনা ঘটে অ্যাসপেন স্কুল ডিস্ট্রিক্ট মিডল স্কুলে। পিটকিন কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, স্কুলটির ক্যাফেটেরিয়ায়তে একটি কালো ভালুকের ছানা ঢুকে পড়ার খবর পেয়ে অ্যাসপেন পুলিশ ও কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফের (সিপিডব্লিউ) পাশাপাশি তাদের ডেপুটিরাও সেখানে হাজির হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও