![](https://media.priyo.com/img/500x/https://bcdn.dhakatribune.net/contents/cache/images/900x505x1/uploads/media/2024/09/24/Rafat-Majumdar-Rinku-cc620aae51251398f9d6c691f87ef465.jpg?jadewits_media_id=12502)
বিতর্কিত নাটক ‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত আটক
bangla.dhakatribune.com
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮
তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
তবে কী কারণে তাকে আটক করা হলো, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে থানায় ছুটে গিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।
তিনি বাংলা ট্রিবিউন অনলাইনকে বলেন, “আমি আছি। আরশ খানও আছেন। আরও অনেকেই খবর পেয়ে থানায় এসেছি। কিন্তু রিংকুকে কেনো আটক করা হলো, সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাচ্ছি না। কেনো পাচ্ছি না, সেটাও বুঝতে পারছি না। এখানে আমরা অনেকটা অসহায় অবস্থায় আছি।”
- ট্যাগ:
- বিনোদন
- নাটক
- আটক
- নাটক নির্মাণ