বিশ্বজুড়ে টিকে থাকার লড়াইয়ে ফ্যাক্ট-চেকিং খাত
বণিক বার্তা
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩
সরকার ও রাজনীতিবিদদের সৃষ্ট প্রতিকূল পরিবেশ ও আর্থিক টানাপড়েনে বিশ্বজুড়ে ফ্যাক্ট-চেকিং খাত চ্যালেঞ্জিং সময় পার করছে। সাম্প্রতিক বছরগুলোয় খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা কমছে। এ অবস্থায় মানুষের নির্ভুল তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ একটি উৎস হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর নিক্কেই এশিয়া।
ফ্যাক্ট-চেকাররা প্রযুক্তি ব্যবহারসহ নানা উপায়ে প্রকাশিত কিংবা অপ্রকাশিত তথ্যের নির্ভুলতা যাচাই করেন। ২০০০-এর দশকে বিশ্বব্যাপী ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ছিল ২০টিরও কম। ২০১৬ সালে ব্রেক্সিট গণভোট ও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর এ সংখ্যা বাড়তে শুরু করে। এরপর কভিড-১৯ মহামারী শুরুর পর অনলাইনে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় ফ্যাক্ট-চেকারদের সংখ্যাও বাড়ে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফ্যাক্ট চেক