আলোচিত এই হিন্দি ছবি সবার জন্য নয়
প্রথম আলো
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩
‘তেলাপোকা যত শক্তিশালীই হোক, জুতা সব সময়ই জেতে।’ অফিসে অনাহূত আগন্তুক তেলাপোকাকে বুট দিয়ে পিষে কথাটা বলেন পুলিশ কর্মকর্তা। প্রতীকী এই সংলাপই সিনেমার মূল সুর। এমন নানা প্রতীকী দৃশ্যের মাধ্যমে ভারতীয় সমাজের শ্রেণিবৈষম্য চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নির্মাতা। হচ্ছিল হালের আলোচিত হিন্দি ওয়েব ফিল্ম ‘সেক্টর ৩৬’-এর কথা। ১৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ১২৪ মিনিটের ক্রাইম থ্রিলার ঘরানার ছবিটি।
আদিত্য নিমবালকরের ‘সেক্টর ৩৬’ ছবিটি তৈরি হয়েছে একটি বাস্তব ঘটনার প্রেরণায়। ২০০৬ সালে ভারতের নয়ডায় নিঠারি হত্যাকাণ্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সে সময় ঘটনাটি নিয়ে গণমাধ্যমে তুমুল চর্চা হয়।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- হিন্দি ছবি