মানুষের ফোনে ফোনে সতর্কবার্তা, ইসরায়েল কি লেবাননের টেলিকম নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়েছে
লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের অংশবিশেষ থেকে গতকাল সোমবার লোকজনকে সরে যেতে সতর্ক করে দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে দেশটির সঙ্গে ইসরায়েলের পুরোদমে যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ। সেই সঙ্গে দেশটি লেবাননের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক হ্যাক করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে—এমন শঙ্কাও দেখা দেয়।
ওই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের দক্ষিণ ও পূর্বে বিভিন্ন এলাকায় নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৪৯২ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ইসরায়েল জানায়, বৈরুতের অংশবিশেষেও হামলা চালিয়েছে তারা।
লেবাননের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল যে পন্থায় লেবাননে হামলার সতর্কবার্তা পাঠিয়েছে, সেটি প্রযুক্তিগত দিক থেকে দেশটির ওপর ইসরায়েলি আধিপত্যের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল তার সম্ভাব্য হামলা সম্পর্ক লোকজনকে সতর্ক করতে যে পদ্ধতি অনুসরণ করে আসছিল, সেটিরই পুনরাবৃত্তি ঘটাল লেবাননেও।