তৈরি হচ্ছে পাঠানের সিকুয়েল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭
২০১৫ সালের পর থেকে সিনেমা হলে একটু একটু করে কমতে থাকে শাহরুখ উন্মাদনা। পরপর ফ্লপের তালিকায় নাম লেখাতে থাকে তাঁর সিনেমাগুলো। ফিকে হতে শুরু করে তাঁর ‘বলিউড বাদশাহ’ খেতাব। টানা ফ্লপের পর গত বছর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। বক্স অফিসে হাজার কোটি রুপি পেরিয়ে গিয়েছিল পাঠানের কালেকশন। বাংলাদেশের হলেও মুক্তি পেয়েছিল সিনেমাটি।
প্রথম পর্বের তুমুল সাফল্যের পর শুরু হয়েছে পাঠানের সিকুয়েলের প্রস্তুতি। পাঠানের সংলাপ রচয়িতা আব্বাস টায়ারওয়ালা জানালেন, ইতিমধ্যে শুরু হয়েছে পাঠান টু-র সংলাপ লেখার কাজ। সাইরাস ব্রোচারের সঙ্গে এক পডকাস্টে আব্বাস বলেন, ‘গল্প চূড়ান্ত, চিত্রনাট্যও লেখা শেষ। কিছুদিনের মধ্যে সংলাপ লেখার কাজ শুরু হবে।’ আব্বাসের আশা, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের সংলাপ লেখার জন্যও নির্মাতাদের কাছ থেকে ডাক পাবেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৪ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস আগে