You have reached your daily news limit

Please log in to continue


রানীর টুর্নামেন্টে ফাহাদের হতাশা

জয় দিয়ে ৪৫তম দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগ শেষ করেছে বাংলাদেশ। হাঙ্গেরির বুদাপেস্টে আজ শেষ রাউন্ডে দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশ হারিয়েছে ৩-১ পয়েন্টে।

ফিলিস্তিনিদের নির্বিচার হত্যার প্রতিবাদে দশম রাউন্ডে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করা এনামুল হোসেন রাজীব শেষ রাউন্ডে দলে ফিরে জয় পেয়েছেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারও পেয়েছেন পুরো পয়েন্ট। আগের রাউন্ডে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোস্টেইন আইডোরকে হারিয়ে চমক দেখানো মনন রেজা শেষ ম্যাচে ড্র করেছেন। পয়েন্ট ভাগাভাগি করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও।

নারী বিভাগের শেষ ম্যাচে বাংলাদেশ দলের শুধু রানী হামিদই জিতেছেন। টুর্নামেন্টের আট ম্যাচে যেটি তাঁর সপ্তম জয়। টানা ছয় জয়ের পর গত ম্যাচে হেরে যাওয়া ৮১ বছরের রানী হামিদ নিজের অন্যতম সেরা অলিম্পিয়াড শেষ করেছেন আজ। শেষ ম্যাচে ড্র করেছেন নোশিন আনজুম। নুসরাত জাহান ও ওয়াদিফা আহমেদ হেরেছেন। বেলজিয়ামের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হার দিয়ে বুদাপেস্ট অলিম্পিয়াড শেষ করেছে বাংলাদেশের নারী দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন