গণ-অভ্যুত্থানের চেতনা ‘হাইজ্যাক’ হতে দেওয়া যাবে না: সিপিবি

প্রথম আলো প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৬

জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা যাতে কোনোভাবে ‘হাইজ্যাক’ না হয়ে যায়, সে জন্য দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলছেন, এ জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।


আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সিপিবির নেতারা এ কথাগুলো বলেন। জুলাই ও আগস্টে গণহত্যার বিচার; জনজীবনে শান্তি ফিরিয়ে আনা; সংস্কারের রূপরেখা ঘোষণা; পাচারের টাকা ফেরত ও খেলাপি ঋণ আদায়; ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য, মন্দির-মাজার ও নারীর ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি; সীমান্ত হত্যা বন্ধ ও পাহাড়ে হামলা বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।



সমাবেশে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের ৪০ দিন পার হলেও এখনো তাদের ‘মধুচন্দ্রিমা’কেটেছে বলে মনে হচ্ছে না। তারা এখনো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। দখলদারি-চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করে ভয়ের রাজত্বের অবসান ঘটাতে দৃশ্যমান রূপরেখা সামনে আনতে পারছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও