সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ, বিজিবির বাধা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্তে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। পরে বিজিবির বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে আবার একই উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা বাধা দিয়েছেন। বাধার পর কাজ বন্ধ রেখেছেন বিএসএফ সদস্যরা। পরে দুপুরে বৈঠকও করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতের অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য অল্প অল্প স্থানে বিএসএফ সদস্যরা দিনে পরিষ্কার করেন, আর রাতে ওই অংশে বেড়া দেন। এভাবে দুটি সাব পিলার অংশে তারা বেড়া দিয়ে ফেলেন। স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়। এরপর বিএসএফ কাজ বন্ধ রাখেন। ঘটনাটি নিয়ে দুপুরে ২৮০ মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে।