পিএসসিতে নিয়োগ পরীক্ষা-ফল প্রকাশে ভাটা, পদোন্নতিতে তোড়জোড়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪

এক যুগে বিসিএসসহ ৩০টি গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে টালমাটাল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দীর্ঘদিন ধরে চলা এ অনিয়ম তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রশ্নফাঁস চক্র ধরতে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি)। অভ্যন্তরীণ তদন্ত কমিটিও করে পিএসসি। এরমধ্যে সরকার পতনের পর তিনটি বিসিএসের পরীক্ষা, ফল তৈরির কার্যক্রম স্থগিত করা হয়। বন্ধ রয়েছে নন-ক্যাডারসহ বিভাগীয় পদোন্নতির বহু পরীক্ষাও।


স্থগিত পরীক্ষাগুলো দ্রুত শুরু করা, ফলাফল প্রকাশসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতি কর্মদিবসেই পিএসসির সামনে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। তাদের বিক্ষোভের মুখে পিএসসির চেয়ারম্যানসহ সদস্যদের পেছনের ফটক দিয়ে অনেকটা পালিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে হররোজ।


পিএসসি সূত্র জানায়, সার্বিক পরিস্থিতিতে পিএসসি যখন স্থবির, ঠিক তখন ঢালাও পদোন্নতি দিতে নিয়োগবিধি প্রণয়নে ব্যস্ত সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে নবম গ্রেড থেকে ৫০-৭০ শতাংশ পদোন্নতির বিধান রাখা হচ্ছে। এমন বিধান রেখে করা নিয়োগবিধিকে ‌‘নিয়মবর্হিভূত ও নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন খোদ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও