চেন্নাইয়ে আলোকসল্পতায় খেলা বন্ধ
৩৮তম ওভারে পেসার মোহাম্মদ সিরাজের হাতে বল তুলে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দুটি বল করে তৃতীয় বল করতে যাওয়ার সময় আলো কম থাকায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। যদিও পেসার বাদ দিয়ে স্পিনার দিয়ে বল করাতে চেয়েছিলেন রোহিত। তবে তাদের আবেদন আমলে নেননি আম্পায়াররা। এরমধ্যেই মাঠ ছেড়েছেন দুই দলের খেলোয়াড়রা।
শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের তৃতীয় শেষের মাঝপথে আলো কম থাকায় খেল বন্ধ হয়ে যায়। ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হলেও কাজ হয়নি। এ সময় ৩৭.২ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছিল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ ও সাকিব আল হাসান ৫ রানে ব্যাটিং করছেন।