You have reached your daily news limit

Please log in to continue


কৃষক হতে পারেননি, কনটেন্ট চাষ করছেন সালমানের নির্মাতা

সালমান শাহ অভিনীত ‘এই ঘর এই সংসার’ সিনেমা নির্মাতা মালেক আফসারী। এই তারকাকে নিয়ে মাত্র একটি সিনেমা বানিয়েছিলেন তিনি। দুবছর আগে বলেছিলেন, ২৫তম সিনেমা করে অবসর নেবেন পরিচালনা থেকে। নোয়াখালী গ্রামের বাড়ি গিয়ে কৃষিকাজ করবেন। কিন্তু আজও তা করতে পারেননি এই নির্মাতা। বরং রাজধানীতে ইউটিউব কনটেন্ট চাষ করে আলোচিত এই নির্মাতা।

এক সময়ের ঢালিউডে ডাকসাইটে নির্মাতা ছিলেন মালেক আফসারী। বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ছিলেন তিনি। শোনা যায়, সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন তিনি। এ ছাড়া একটানা সর্বোচ্চ সংখ্যাক আউটডোর শুটিংয়ের রেকর্ডও ছিল তার। সেই নির্মাতা আজ ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে ব্যস্ত রেখেছেন। প্রায়ই নানা বিষয় নিয়ে ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট প্রকাশ করেন তিনি। সেগুলোই এখন আলোচনায় রাখে তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন