সিমেওনের কাছে নতুন চ্যাম্পিয়ন্স লিগে জয়ের বিকল্প নেই
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৮
নতুন চেহারার চ্যাম্পিয়ন্স লিগে বেড়ে গেছে টিকে থাকার চ্যালেঞ্জ। বদলে যাওয়া ফরম্যাটে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনের মতে, জয় ছাড়া এখন কোনো বিকল্প নেই।
৩৬ দল নিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। দলের সংখ্যা বাড়ানোয় বদলে ফেলা হয়েছে টুর্নামেন্টের ফরম্যাটও। এখন আর নেই গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। যার চারটি ঘরের মাঠে ও অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়ন্স লিগ
- টিকে থাকা