You have reached your daily news limit

Please log in to continue


মাঠপর্যায়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট

জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সংকট কাটিয়ে উঠতে পারছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর। মাঠকর্মীরা দম্পতিদের প্রয়োজনের সময় কনডম ও বড়ি দিতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি দপ্তরগুলো বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি এই পর্যায়ে এসেছে।

গত মঙ্গলবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে দেখা যায়, দেশের ১০৫টি উপজেলায় কনডম নেই। খাওয়ার বড়ি নেই ৪৪৫টি উপজেলায়। এই দুটি সামগ্রী দেশে জন্মনিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রেখে এসেছে।

মাঠপর্যায়ে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর এই সংকট বহুদিন ধরে চলছে। এ বছরের ২ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সংকট নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছিল। তখন সরকারি কর্মকর্তারা বলেছিলেন, পদক্ষেপ নেওয়া হয়েছে, খুব দ্রুত সংকট দূর হবে। বাস্তবে তা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন