![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/hacker-20240919174638.jpg)
অনলাইনে বিজ্ঞাপন দিতে গিয়েও হ্যাকারের ফাঁদে পড়তে পারেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৮
অনলাইনের জগতে হ্যাকারদের তৎপরতা সব জায়গায়। কখন কে কীভাবে হ্যাকারের ফাঁদে পড়ে যাবেন বোঝাই মুশকিল। ডিভাইস ব্যবহারকারীদের আতঙ্কের নাম এই হ্যাকাররা। যাদের জন্য কোনো তথ্য, অর্থ সুরক্ষিত রাখার উপায় নেই।
স্মার্টফোন ব্যবহারের সময় অনেক বিজ্ঞাপন সামনে আসে। এসব বিজ্ঞাপন বেশিরভাগ সময় এড়িয়ে গেলেও অনেক বিজ্ঞাপনেই আগ্রহের বশে ক্লিক করেন। এই এক ক্লিকেই অনেকের সর্বনাশ হয়ে যায়। ফিশিং লিঙ্কের মাধ্যমে বা ভয়া বিজ্ঞাপন দেখিয়ে লিঙ্কে ঢুকতে আগ্রহী করে হ্যাকাররা। তারপরও যা হওয়ার তাই হয়।