![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/09/19/beaten_to_death_2.jpg)
যুবককে পিটিয়ে হত্যা: ঢাবির ৪ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় চার শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তাদের মধ্যে দুইজন হলেন—ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন।
তারা দুইজনই ওই হলের আবাসিক শিক্ষার্থী বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
তিনি জানান, প্রক্টরিয়াল টিম তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে।
আটক অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পিটিয়ে হত্যা
- শিক্ষার্থী আটক