লুর সফরে সরকারে স্বস্তি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পাঁচ সপ্তাহের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকা ঘুরে গেল যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। দেশের ভেতর-বাইরের বর্তমান ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন কর্মকর্তাদের সফরটি কিছুটা স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে সরকারি মহলে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়াকে শক্তভাবে দীর্ঘদিন তাঁর পাশে থাকা প্রতিবেশী ভারতের জন্য বড় বিপর্যয় মনে করেন কূটনৈতিক বিশ্লেষকদের অনেকে। তাঁরা বলছেন, ঢাকায় রাজনৈতিক পালাবদলে এখানে প্রতিবেশী দেশটির প্রভাব কমছে। অন্যদিকে বাড়ছে ভূরাজনৈতিক কারণে ভারতের মিত্র যুক্তরাষ্ট্রের প্রভাব। কিন্তু তারপরও দিল্লির ওপর মহলে স্বস্তির আভাস নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা।