আওয়ামী লীগের ১৫ বছরে বৈদেশিক ঋণ ৫ হাজার ৩৪৩ কোটি ডলার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৩

আওয়ামী লীগের ১৫ বছরে বৈদেশিক ঋণ ৫ হাজার ৩৪৩ কোটি (৫৩ দশমিক ৪৩ বিলিয়ন) ডলার বেড়েছে। ২০০৮-০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সময় বিদেশি ঋণ ছিল ৫ হাজার ৩৬ কোটি (৫০ দশমিক ৩৬ বিলিয়ন) ডলার। সেই হিসেবে গত ১৫ বছরের বৈদেশিক ঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে। সুদের হার বাড়ার ফলে ক্রমেই বিদেশি ঋণ বৃদ্ধি পেয়েছে।


চলতি বছরের জুনের শেষে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ বেড়ে ১০ হাজার ৩৭৯ কোটি (১০৩ দশমিক ৭৯ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় (১২০ টাকা দরে) ১২ লাখ ৪৫ হাজার ৪৮০ কোটি টাকা। গত ডিসেম্বরের শেষে সরকার ও বেসরকারি খাতে বিদেশি ঋণে স্থিতি ছিল ১০ হাজার ৬৪ কোটি (১০০ দশমিক ৬৪ বিলিয়ন) ডলার। সেই হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসেই ৩১৫ কোটি (৩ দশমিক ১৫ বিলিয়ন) ডলার বিদেশি ঋণ বৃদ্ধি পেয়েছে।


আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও