বিদ্যুৎকেন্দ্র বন্ধ, আর্থিক দুরবস্থা ও ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের ভবিষ্যতে টিকে থাকার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক। কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় নিযুক্ত নিরীক্ষক এই শঙ্কা প্রকাশ করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জিবিবি পাওয়ারের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার এসএইচ তালুকদার।
নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, ২০২৩ সালের জুনে কোম্পানিটির বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকে এ চুক্তির মেয়াদ আর বাড়ানো হয়নি। গত দুই অর্থবছর ধরে কোম্পানিটির মূল ব্যবসা বিদ্যুৎ বিক্রি থেকে কোনো আয় আসেনি। এ অবস্থায় কোম্পানিটির টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক।