৯ মাসেই শেষ রোমায় ডি রসির কোচিং অধ্যায়
প্রথম আলো
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০
ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় কিন্তু ক্লাবেই কোচ হয়ে ফিরে ভালো করতে পারেননি, এমন উদাহরণ অনেক আছে। ড্যানিয়েল ডি রসি কি তেমন উদাহরণের অংশ হয়ে গেলেন? কিংবদন্তি রসিকে যে কোচের পদ থেকে ছাঁটাই করেছে এএস রোমা! আজ তাঁকে বরখাস্ত করার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।
সিরি ‘আ’র নতুন মৌসুমে শুরুটা একেবারেই বাজে হয়েছে রোমার। ইতালির রাজধানীর ক্লাবটি লিগে প্রথম চার ম্যাচে জয়ের মুখ দেখেনি। ৪১ বছর বয়সী ডি রসির দল ড্র করেছে কালিয়ারি, জুভেন্টাস ও জেনোয়ার সঙ্গে; নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে হেরে গেছে এমপোলির কাছে। ওই চার ম্যাচে মাত্র দুটি গোল করতে পেরেছে রোমা।
মৌসুমের শুরুতেই এমন মলিন পারফরম্যান্সের কারণেই বরখাস্তের খড়্গ নেমে এল ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতা সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ওপর।