You have reached your daily news limit

Please log in to continue


আইওএস ১৮ সামনে আনল অ্যাপল

অবশেষে বেটা সংস্করণে চালু হয়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮।

গেল সোমবার চালু করা অপারেটিম সিস্টেমটি ব্যবহারকারী নিজের আইফোনে ডাউনলোড ও ইনস্টল করার সুযোগ পাবেন, যদি সেটা এই ওএস-এর সঙ্গে কম্প্যাটিবল হয়। এ ছাড়া, আইফোন ১৬, ১৬ প্লাস এবং ১৬ প্রো মডেলগুলোয় এমনিতেই থাকবে অপারেটিং সিস্টেমটি, যেগুলো বাজারে আসবে ২০ সেপ্টেম্বর।

কম্প্যাটিবল ডিভাইসে আইওএস ১৮ আপডেট করতে প্রথমে ফোনের ‘সেটিংস’ অপশনে যেতে হবে। পরবর্তীতে, ‘জেনারেল’ অপশন থেকে ‘অ্যাবাউট’-এ প্রবেশ করে ‘সফটওয়্যার আপডেট’ অপশনটি বাছাই করতে হবে। এর পরপরই ডাউনলোড ও ইনস্টলেশনের প্রক্রিয়া শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন