শরতে ৫ রঙে রঙিন হোক নখ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২

শরতে যখন পোশাক থেকে সাজ—সবকিছুতে বদল আনছেন, তখন ম্যানিকিউর করুন ঋতুর মেজাজের সঙ্গে মানিয়ে। ঝরে পড়া পাতার গভীর লাল কিংবা বাদামি রং, কোথাও নতুন পাতার সবুজ রঙের বিভিন্ন স্তর, কোথাও হলুদ, কুমড়ার পাকা হলুদ রং কিংবা ধোঁয়া ওঠা মগের চা বা কফির মতো বাদামি রং আপনাকে নেইলপলিশের ব্যবহারে ট্রেন্ডি রাখবে।


বেছে নিন বেগুনি
গ্রীষ্মের নিয়নের চেয়ে শরতের রং গভীর ও গাঢ়। আপনি যদি কালো রঙের নেইলপলিশে অভ্যস্ত না হন, তাহলে গথিক ম্যানিকিউরের জন্য বেগুনি রং বেছে নিন। কালো নয় কিন্তু কিছুটা গাঢ় রং আপনার মুড বুস্ট করবে। এ ক্ষেত্রে শ্যানেলের লা ভারনিস কিংবা বাটার লন্ডনের জেলি প্রিজার্ভ পলিশ ভিক্টোরিয়া প্লাম চমকপ্রদ স্বচ্ছ ফিনিশ দিতে পারে।


জলপাই সবুজ বেছে নিন
বসন্তের খোলামেলা মিনি, গ্রীষ্মের ঝাঁজালো আপেল সবুজ কিংবা শীতের কালচে সবুজের বাইরে জলপাই সবুজ রং বেছে নিন এই শরতে। এ রং সেপ্টেম্বরে আপনার নখে আনবে ভিন্ন আমেজ। এ রং দ্রুত শুকাবে। জলপাই সবুজের জন্য ‘কার্গো-গো’ শেড বেছে নিতে পারেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও