You have reached your daily news limit

Please log in to continue


১৪ বছরে সরকারি চাকরিতে ক্ষতিগ্রস্তদের সুযোগ-সুবিধা নিশ্চিতে কমিটি

বিগত সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি-বঞ্চিত অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিটির প্রধান করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এক বিফ্রিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৬ বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের আবেদন বাছাই করতে কমিটি গঠন করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এই কমিটি কাজ করবেন, যারা চাকরিতে আছে তাদের জন্য নয়। তাদের সময় তিন মাস। জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদা নিচে নয় এমন চারজনকে বাছাই কমিটিতে নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন