ট্রাইব্যুনাল পুনর্গঠন না হওয়ায় থমকে আছে জুলাই-আগস্ট গণহত্যার বিচারকাজ
ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে নতুন প্রসিকিউশন টিম নিয়োগ করা হয়েছে। তবে ইতিমধ্যেই অভিযোগ জমা হলেও ট্রাইব্যুনাল পুনর্গঠন না হওয়ায় বিচারকাজ শুরু করা যায়নি।
ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু করতে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে গত সপ্তাহে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। নিয়োগ দেওয়া হয়েছে আরও চারজন প্রসিকিউটর। এরই মধ্যে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, সিএমএইচে গিয়ে আন্দোলনের সময় আহতদের সঙ্গে কথা বলেছেন।
আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তত ১৯টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ১৮টি সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো হত্যার ঘটনায়। একটি অভিযোগ ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো আইনশৃঙ্খলা বাহিনীর হামলা নিয়ে।