চুয়াডাঙ্গায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড, জনদুর্ভোগ

জাগো নিউজ ২৪ চুয়াডাঙ্গা প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টাকা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে চুয়াডাঙ্গায়। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন।


সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জাগো নিউজকে জানান, রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৭ দশমিক ১ মিলিমিটার। গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৩৩ দশমিক ৮ মিলিমিটার, দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৪ মিলিমিটার, বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৩ দশমিক ৮ মিলিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৮৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও