সাড়ে ৩ মাস পর সচল সামিটের এলএনজি টার্মিনাল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪
প্রায় সাড়ে তিন মাস পর সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত শেষে সচল হয়েছে; এতে ধীরে ধীরে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে।
সাগরে নিম্নচাপ ও ভারী বর্ষণের কারণে গত তিন দিন ধরে দেশে বিদ্যুতের চাহিদাও প্রায় চার হাজার মেগাওয়াট কমে ১০ হাজার মেগাওয়াটে নেমেছে। ফলে বেশ কয়েকদিন থেকে গ্যাস সংকটের এ সময়ে লোডশেডিং দেখতে হচ্ছে না রাজধানীবাসীকে।
রোববার পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”সাগরে ভাসমান সামিটের এলএনজি টার্মিনাল মেরামত শেষে গত দুই দিন ধরে ৫০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে এ সমস্যার সমাধান হয়েছে বলা যায়।”