৩০ পেরিয়ে মা হওয়া ঝুঁকিপূর্ণ, জেনে নিন চ্যালেঞ্জ

www.kalbela.com প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১

মা হওয়া সমস্ত নারীর কাছে এক আলাদা অনুভূতি। কখনো কেউ অল্প বয়সে মা হচ্ছেন, আবার কেউ কেউ উচ্চশিক্ষা, চাকরি, ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করতে গিয়ে বিয়ে, সংসার এবং সন্তান জন্মদানে দেরি করছেন। এক্ষেত্রে ৩০ বছরের ঊর্ধ্বে গিয়েও অনেকে সন্তান নেওয়ার কথা ভাবছেন। কিন্তু ৩০ বছরের ঊর্ধ্বে মা হওয়ার ক্ষেত্রে নারীদের শরীরের একাধিক সমস্যা দেখা দিতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন নারীর মা হওয়ার সম্ভাবনা কমতে থাকে। এমনও দেখা যাচ্ছে, বিয়ের বয়স ৩০ বছরের ঊর্ধ্বে হওয়ায় অনেকের কোলে সন্তান আসেনি। ফলে বাড়ছে হতাশা, একাকিত্ব এবং দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হচ্ছে।


জেনে নিন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় :


খাদ্যাভ্যাসের কারণে অনেক নারীর দেহে ডিম্বাণু কম থাকে। বয়ঃসন্ধির শুরুতে একজন নারীর দেহে তিন থেকে পাঁচ লাখ ডিম্বাণু থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা আরও কমতে থাকে। যার ফলে প্রাকৃতিক উপায়ে মা হওয়ার সম্ভাবনা কমতে থাকে। একসময় তা বন্ধ্যত্বের মতো সমস্যার সৃষ্টি করে। ৩০ বছরের আগে যেখানে একজন নারীর মা হওয়ার সম্ভাবনা থাকে ৮৫ শতাংশ তা ৩৫ এর পর ৬৬ শতাংশে নেমে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও