ওজন কমানোই যখন রোগ!
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১
‘অ্যানোরেক্সিয়া নারভোসা’ বা ‘স্বল্পাহারজনিত কৃশতা’ খাদ্যাভ্যাসের অস্বাভাবিক প্রবণতাজনিত একটি রোগ। এ রোগে আক্রান্তদের বেশির ভাগই নারী। যেকোনো বয়সেই এ রোগ দেখা দিতে পারে। তবে বয়ঃসন্ধিকালের মেয়েদের মধ্যেই এ রোগটি বেশি দেখা যায়।
লক্ষণ
বয়স ও উচ্চতা অনুযায়ী একজন ব্যক্তির ন্যূনতম যে ওজন থাকা উচিত, অ্যানোরেক্সিয়া নারভোসায় আক্রান্ত রোগীর ওজন তার থেকেও অনেক কম থাকে। কারণ রোগী ওজন কমায় স্বেচ্ছায়। নানা অজুহাতে খাবার এড়িয়ে চলে। অনেকে খাওয়ার পর গলায় আঙুল ঢুকিয়ে বমি করে ফেলে দেয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ওজন কমানো
- খাদ্যাভ্যাস