শিক্ষক ও শিক্ষার্থী কি ব্যক্তি-গোষ্ঠীর অস্ত্র
ক্ষমতাসীন রাজনৈতিক সরকার কেন ক্ষমতায় অধিষ্ঠিত থাকবার অভিপ্রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে তার অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নেয়, এমন প্রশ্নের জবাব আশা করি সবার কাছে পরিষ্কার। অন্তত ইতিহাসের দিকে চোখ ফেরালে পরিষ্কার জবাব মিলবে। ছাত্রদের কারা কীভাবে ব্যবহার করেছে দলীয় স্বার্থে, বিনিময়ে ছাত্রদের ভাগ্যে কী জুটেছে, তার সাধারণ সহজ হিসাব অনেক তথ্য দিতে পারে, দিয়ে আসছে। কিংবা যারা এমন কাজে সম্পৃক্ত থেকেছে তারাই ভালো বলতে পারে, তারা আদতে কী পেয়েছে এবং কিসের আশায় তারা ব্যবহৃত হতে চায় বা চেয়েছে।
তবে দ্বিধাহীনভাবে বলা যায় যে এমন কর্মকাণ্ডে অনেক ছাত্র পড়াশোনা থেকে বিমুখ হয়ে পড়েছে, পড়ছে এবং শিক্ষা অঙ্গনে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং ঘটনার সূত্রপাত হয়েছে। ছাত্র কর্তৃক ছাত্র হত্যার মতো নির্মম ঘটনা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ভয়াবহ প্রভাব ও প্রতিপত্তির ফল এবং যেটা বহুবার ঘটেছে বলা যায় সব রাজনৈতিক সরকারের আমলে। এমন অনেক নজির সব রাজনৈতিক সরকারের আমলেই রয়েছে।
- ট্যাগ:
- মতামত
- ক্ষমতাসীন
- ক্ষমতাসীন সরকার