দাম্পত্য জীবনকে এই ৫ শত্রু থেকে দূরে রাখুন
১. তুলনা
‘তুলনা’ দাম্পত্য জীবনের অন্যতম বড় শত্রু। প্রত্যেকটি মানুষ আলাদা। আর সবার আগে আপনার সঙ্গীর স্বাতন্ত্র্যকে স্বীকার করে নিতে হবে। আপনি যদি অন্যের সঙ্গে সঙ্গীর তুলনা করেন, তাহলে সেই ‘অন্য’কেই বিয়ে করতেন! যুক্তরাষ্ট্রভিত্তিক বিয়েবিষয়ক ওয়েবসাইট ম্যারেজ ডটকমের সম্পর্ক–বিশেষজ্ঞরা ইতিমধ্যে অন্যের সঙ্গে তুলনা করাকে মানসিক নির্যাতন হিসেবে ঘোষণা করেছেন। অন্যের সঙ্গে তুলনা আপনার সম্পর্ককে একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেয়। দিন শেষে সম্পর্কটা হয়ে ওঠে বিষাক্ত। তাই ভুলেও নিজেদের সম্পর্ক বা দাম্পত্য সঙ্গীকে অন্য কারও সঙ্গে তুলনা করবেন না।
২. প্রতিটি ঝগড়ায় জিততে চাওয়ার প্রবণতা
‘পারফেক্ট’ দাম্পত্য সম্পর্ক বলে যেমন কিছু নেই, দাম্পত্য সম্পর্কে ‘ফিফটি ফিফটি’ বলেও কিছু হয় না। কিছু ক্ষেত্রে আপনি বেশি ছাড় দেবেন, কিছু ক্ষেত্রে আরেকজন; এভাবেই এগিয়ে যায় সম্পর্ক। ঝগড়ার ক্ষেত্রেও তা–ই। কেউ একজন দুটো কথা বেশি বলে ফেলে বা বেশি উত্তেজিত হয়ে যায়। আপনি-ই নাহয় সে ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখুন। প্রতিবার ঝগড়ায় জিততে গিয়ে দাম্পত্য সম্পর্ককেই হারিয়ে ফেললেন, তা যেন না হয়। ‘ব্লেম গেম’-ই যদি খেলতে চান, তাহলে দাম্পত্য সম্পর্কের জন্য আপনি এখনো তৈরি নন। কে দোষী, কার কত বড় সমস্যা, সেদিক থেকে মনোযোগ সরিয়ে দুজনেই সমস্যা সমাধানে আন্তরিক হোন।