আরও কমেছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, জোরালো হয়েছে নীতি সুদহার হ্রাসের সম্ভাবনা
প্রথম আলো
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৮
আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার আরও কমেছে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার হ্রাসের পূর্বঘোষণা আরও শক্ত ভিত পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিবিসির সংবাদে বলা হয়েছে, গত আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি হয়েছে ২ দশমিক ৫ শতাংশ; অর্থাৎ ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা ২ শতাংশের কাছাকাছি চলে এসেছে মূল্যস্ফীতির হার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর এটাই যুক্তরাষ্ট্রের সর্বনিম্ন মূল্যস্ফীতি। জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছিল ২ দশমিক ৯ শতাংশ।