You have reached your daily news limit

Please log in to continue


লিটারে ২১ টাকাই যাচ্ছে ভোজ্যতেল কোম্পানিগুলোর পকেটে

সয়াবিন তেলের বাজারে নৈরাজ্য চলছেই। দাম বাড়ালেও এখনো স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের সরবরাহ। যদিও বিশ্ববাজারে তেলের দাম কমছে। তবু নানান অজুহাতে দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ভোক্তাকে জিম্মি করে গুটিকয়েক ভোজ্যতেল কোম্পানি নানান সুবিধা নিচ্ছে। তারা একদিকে সরকারের কাছ থেকে শুল্ক-কর ছাড়ের সুবিধা নিয়েছে, অন্যদিকে ভোক্তাপর্যায়ে দাম বাড়িয়ে অত্যধিক মুনাফা করছে।

এর আগে দেশের বাজারে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার দুই দফায় আমদানি শুল্ক কমায়। যাতে আগের চেয়ে প্রতি লিটারে ১১ টাকা কম খরচ হচ্ছে তেল আমদানিতে। এরপরও আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে লোকসানের অজুহাত দেখিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছিল সরবরাহকারী কোম্পানিগুলো। বাধ্য হয়ে গত ৯ ডিসেম্বর তাদের সঙ্গে সভা করে প্রতি লিটারে আট টাকা দাম বাড়ানোর ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১৭৫ টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ থেকে বেড়ে দাঁড়ায় ১৫৭ টাকা। খোলা পাম তেলের দাম ১৪৯ থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন