দাম কমেছে এএমডি প্রসেসরের, ঘাটতি রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্কের
চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, এএমডি প্রসেসরের দাম মডেলভেদে এক হাজার থেকে দুই হাজার টাকা কমেছে। অন্যান্য যন্ত্রাংশের দাম অপরিবর্তিত থাকলেও বাজারে চাহিদার তুলনায় ১ টেরাবাইট হার্ডডিস্কের ঘাটতি রয়েছে। আর তাই বিকল্প হিসেবে ক্রেতাদের অনেকেই সলিড স্টেট ড্রাইভ কিনছেন। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে।
প্রসেসর
ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
এএমডি: রাইজেন–৯ ৭৯০০এক্স ৪.৭০-৫.৬০ গি.হা. ৪২ হাজার টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮- ৪.৬ গি.হা. ১৭ হাজার টাকা, রাইজেন–৭ ৭৭০০এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩০ হাজার ৫০০ টাকা এবং রাইজেন–৫ ৫৬০০জি ৩.৯০-৪. ৪০ গি.হা. ১৩ হাজার ২০০ টাকা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কম্পিউটার পণ্য