আগামী বছর আসছে ‘সংবাদ’

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১

গত জুনে নাটোরে ‘সংবাদ’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা সোহেল আরমান। এরপর ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতন—সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। অবশেষে জানা গেছে, আবারও শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।


সোহেল আরমান বলেন, ‘গত জুনে টানা ১৪ দিন কাজ করে প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ করেছি। এরপর দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই শেষ অংশের শুটিং শিডিউল চূড়ান্ত করব। এ বছরেই কাজ শেষ করে আগামী বছর শুরুর দিকে সিনেমাটি মুক্তি দিতে চাই।’ 



সিনেমার গল্পটা মূলত জমিদারি নিয়ে। ১৮৭২ সালের ঘটনা। এতে দেখা যাবে জমিদারবাড়িতে চুরি করার সময় ধরা পড়ে এক চোর। একপর্যায়ে সেই চোর জমিদারপুত্রকে চ্যালেঞ্জ করে বলে, একদিন সে-ই হবে জমিদার। জমিদারপুত্র সেই চ্যালেঞ্জ গ্রহণ করে। ঘটনাক্রমে চোর ও জমিদারপুত্র—দুজনেই প্রেমে পড়ে একই মেয়ের। সেই মেয়ের মন জয় করতে একে অপরকে হারানোর খেলায় মেতে ওঠে তারা। একসময় জমিদারপুত্রকে হারিয়ে জমিদার হয় সেই চোর। তাদের এই দ্বৈরথের মাঝে রয়েছে হৃদয়বিদারক এক গল্প। সেই গল্প ২৭ বছর পর এক সাংবাদিকের মাধ্যমে প্রকাশ পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও