You have reached your daily news limit

Please log in to continue


ঋণ ছাড়ের শর্ত পর্যালোচনায় আসছে আইএমএফের দল

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে সাত দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংস্থাটির উচ্চপর্যায়ের একটি স্টাফ মিশন ঢাকা সফরে আসছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিশনটি ঢাকায় অবস্থান করবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

সংশ্লিষ্ট সূত্র বলেছে, আইএমএফের মিশনটি সফরকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বাণিজ্য, শিল্প ও শ্রম মন্ত্রণালয়, বন ও পরিবেশ এবং জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়সহ ঋণের শর্ত পূরণের সঙ্গে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনায় বসবে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সময়াবদ্ধ সংস্কার অগ্রগতির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত চাইবে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি পর্যালোচনা করবে। চলমান সংকট উত্তরণে স্টাফ মিশনটি তাদের পরামর্শ ও অভিজ্ঞতাও শেয়ার করবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন