পাওয়ার প্লেতে আরেকটি বিধ্বংসী ফিফটি হেডের, জয়ে শুরু অস্ট্রেলিয়ার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬
ইনিংসের পরিষ্কার দুটি ভাগ। প্রথম ৫.৫ ওভারে রান কোনো উইকেট না হারিয়ে ৮৬। কারণ ট্রাভিস হেড নামের এক ব্যাটসম্যান ব্যাটকে মুগুর বানিয়ে তখন তাণ্ডব চলাচ্ছেন। এরপর তার বিদায়। পরের ১৩.৪ ওভারে ৯৩ রান তুলতেই নেই ১০ উইকেট!
জিততে তবু সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ২০০ রানের সম্ভাবনা জাগিয়ে ১৮০ রানও করতে পারেনি তারা। কিন্তু বোলারদের দারুণ পারফরম্যান্সে সেই স্কোরই যথেষ্ট হয়েছে জয়ের জন্য। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে ২৮ রানে হারিয়ে এগিয়ে গেছেন হেডরা।
সাউথ্যাম্পটনে বুধবার ট্রাভিস হেড ও ম্যাথু শর্টের উদ্বোধনী জুটির টর্নেডোর পর খেই হারিয়ে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৭৯ রানে।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- অস্ট্রেলিয়া-ইংল্যান্ড