১১ গড়ের রোহিত কি বাংলাদেশকে বকেয়া বুঝিয়ে দিতে পারবেন
প্রথম আলো
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬
রোহিত শর্মা কে, কী করতে পারেন—এ নিয়ে আলোচনা বোকামি। ১৭ বছর ধরেই প্রতিপক্ষ দলগুলো এই নামটির সঙ্গে পরিচিত। তাঁর ব্যাটিংয়ের আদ্যোপান্তও মুখস্থ প্রতিপক্ষ দলগুলোর।
অবশ্য মুখস্থ করেও বেশির ভাগ ক্ষেত্রেই দলগুলা পার পায় না। উল্টো ব্যাটিং শুরু হতে না হতেই চাপে পড়ে যায়। ভারত সফরেও বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম এই রোহিত। তবে পরিসংখ্যানের একটি পাতা থেকে কিছুটা অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ।
রোহিতের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে কম ব্যাটিং গড় বাংলাদেশের বিপক্ষে—মাত্র ১১। যদিও রোহিত বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছেনও সবচেয়ে কম—মাত্র ৩টি। এই ৩ টেস্টে ৩ ইনিংসে ব্যাটিং করে মোট রান করেছেন ৩৩।
- ট্যাগ:
- খেলা
- ভারত-বাংলাদেশ সিরিজ
- রোহিত শর্মা