ত্বকী হত্যা মামলার আসামি আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রথম আলো প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৯

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী (১৭) হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক ও সহযোগী মো. জামশেদকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ বুধবার ভোরে রাজধানীর মিরপুর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


র‍্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ত্বকী হত্যা মামলায় গত তিন দিনে চার আসামিকে গ্রেপ্তার করল র‍্যাব।

আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রায় ১১ বছর আগে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আজমেরী ওসমানের নাম এলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। আজমেরী ওসমান প্রকাশ্যে তাঁর সহযোগীদের নিয়ে এত দিন ঘুরে বেড়িয়েছেন।



যোগাযোগ করা হলে র‍্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা প্রথম আলোকে বলেন, জামশেদ আজমেরী ওসমানের গাড়িচালক। দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসেছে, ত্বকীকে অপহরণ এবং হত্যার পর তাঁর মরদেহ যে গাড়িতে করে ফেলে দেওয়া হয়েছিল, সেই গাড়ি চালাচ্ছিলেন জামশেদ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও