You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের বিপক্ষে ভারতের তৃতীয় স্পিনার কে হবেন

টেস্টে ভারতের বোলিংয়ে মূল শক্তি কোন বিভাগ? পেস না স্পিন?

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের স্কোয়াডে তাকানো যাক। দুই তারকা পেসার যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের সঙ্গে ১টি টেস্ট খেলা পেস অলরাউন্ডার আকাশ দীপ ও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার যশ দয়াল। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলদের মতো তারকা স্পিনারদের সামনে এই পেস আক্রমণকে কি একটু মলিন লাগে না?

চোটের কারণে মোহাম্মদ শামির অনুপস্থিতিতে ভারতীয় পেস আক্রমণের ঔজ্জ্বল্য কিছুটা ভাটা পড়লেও গত কয়েক বছরে ভারতের পেস আক্রমণে উন্নতি অনেক দলের কাছেই ঈর্ষণীয়। তবু পরিসংখ্যান বলছে, গত চার বছরে টেস্টে উইকেট নেওয়ায় ভারতীয় পেস আক্রমণকে পেছনে ফেলেছেন স্পিনাররা।

এ সময় ৩৭ টেস্টে পেসারদের শিকার ৩০৭ উইকেট, স্পিনাররা নিয়েছেন ৩৩৭ উইকেট। চাইলে এই হিসাবের কলেবর আরেকটু কমিয়ে আনা যায়। সর্বশেষ দুই বছরের পরিসংখ্যানেও ভারতের পেসারদের চেয়ে এগিয়ে স্পিনাররা। এ সময় পেসারদের শিকার ১৬ ম্যাচে ১০৯ উইকেট, স্পিনাররা নিয়েছেন ১৬৯ উইকেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন