কিছুদিন আগেই ভারতের মালয়ালম চলচ্চিত্রশিল্পীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টের (এএমএমএ) মুখ্য সচিব সিদ্দিকীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী রেবতি সম্পত। অভিনেত্রী মিনু মনিরও তাঁর ওপর হওয়া যৌন হেনস্তা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এ বিষয়ে ফেসবুকে লম্বাচওড়া পোস্টও দিয়েছেন তিনি।
মিনুর অভিযোগ, ২০১৩ সালে একটি ছবির সেটে তাঁর সঙ্গে শারীরিক ও মৌখিকভাবে অভব্য আচরণ করেছিলেন স্থানীয় বিধায়ক মুকেশ, প্রযোজক মনিয়ানিপিলা রাজু, অভিনেতা ইদাবেলা বাবু ও জয়সূর্যা। অভিনেত্রী বলেছেন, এখানে তিনি কাজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের দুর্ব্যবহার আর সহ্য করতে পারেননি। বাধ্য হয়ে তাই সিনেমার জগৎ ছেড়ে চেন্নাইতে চলে যান।
You have reached your daily news limit
Please log in to continue
মালয়ালম সিনেমা–দুনিয়ায় ‘মি টু’ ঝড়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন