চার দিনের কর্মসপ্তাহ চালুর চেষ্টায় জাপান, আগ্রহী নন অনেকেই
প্রথম আলো
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯
কিছু কিছু উন্নত দেশে সপ্তাহে চার দিন কাজের রীতি চালুর চেষ্টা চলছে। সেই ধারাবাহিকতায় এবার জাপানেও সপ্তাহে চার দিন কাজের রীতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাপানিরা সাধারণত কঠোর পরিশ্রমী জাতি হিসেবে পরিচিত। আড্ডা দেওয়ার চেয়ে তারা কাজ করতেই বেশি ভালোবাসে। আবার এই কঠোর পরিশ্রমের কারণে সে দেশে কিছু মানুষের মৃত্যুও হয়। কঠোর পরিশ্রমে মৃত্যু হওয়া—এই বিষয়টি বোঝানোর জন্য জাপানি ভাষায় বিশেষ একটি শব্দও আছে। সেটা হলো ‘কারোশি’। জাপানে এই শব্দটি বহুল ব্যবহৃত।
জাপান টুডে খবরে বলা হয়েছে, অতিরিক্ত পরিশ্রমের কারণে প্রতিবছর জাপানে প্রায় ৫০ জনের মৃত্যু হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে জাপান সরকার বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। ব্যক্তি ও কোম্পানি—উভয় পক্ষকেই চার দিনের কর্মসপ্তাহ বাস্তবায়নে উৎসাহ দিতে নতুন প্রচারাভিযান শুরু করেছে দেশটির সরকার।