মেয়েদের লম্বা চুলের চল কি হারিয়ে যাচ্ছে?
ঘরে–বাইরে নানা কাজ, ব্যস্ততা, ছোটাছুটির কারণে এখন চুলের বাড়তি যত্ন নেওয়ার সুযোগ মেলে খুবই কম। নিয়মিত তেল মাখা থেকে শুরু করে এটা-ওটা প্রয়োগ, চুল পরিষ্কার করা, নানা রকম তেলের মালিশ করা ইত্যাদি খুবই সময়সাপেক্ষ। শুধু কি যত্ন, কোনভাবে চুল রাখলে কাকে কেমন মানাবে, তা নিয়েও যেন ভাবনার অন্ত নেই! খোলা রাখব, না খোঁপা করব? না বেণি? পনিটেইল কয়টা করলে ভালো হয়? তাই অনেকে চুল লম্বা করতে চাইলেও পারেন না। তাই কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে লম্বা চুলকে ছেঁটে ছোট করে ফেলছেন নারীরা।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সামিনা সুলতানার ছিল মাথাভরা একরাশ ঘন কালো চুল। পরপর দুটো সন্তান জন্ম দেওয়ার পর হঠাৎ দেখা গেল মাথায় শোভা পাচ্ছে শর্ট বব কাট চুল। তিনি বলেন, দুটো শিশুকে নিয়ে এতটাই হিমশিম খাই যে খাওয়া, গোসল, ঘুমেরই সময় পাই না ঠিকমতো।
গোসলের পর বড় চুল শুকাতে অনেক সময় লাগে। চুল খোলা রেখে দৈনন্দিন কাজকর্ম করা যায় না। তাই ভেজা চুলই খোঁপা করে রাখতে হয় অনেকটা সময়। গরমের দিনে চুলের কারণে মাথার ত্বক ও ঘাড় ভিজে ঠান্ডা লেগে যায়। এতে দুধের শিশুটারও ঠান্ডা লেগেই থাকে। তাই সব দিক মিলিয়ে চুলটা ছোট করে ফেললাম।’
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- চুলের স্টাইল
- চুলের পরিচর্যা