ইউক্রেইনকে আরও কয়েকশ ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য
রাশিয়া বাহিনীর হামলা থেকে দেশকে রক্ষা করতে ইউক্রেইনকে ৬৫০টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দেবে ব্রিটেন।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে একটি প্রতিরক্ষা সম্মেলনে মিত্রদের কাছ থেকে সাহায্যের নতুন প্যাকেজের জন্য আবেদন জানানোর পর যুক্তরাজ্য এই পদক্ষেপ নিচ্ছে।
ইউক্রেইন যে সামরিক সহায়তা এরই মধ্যে পেয়েছে সেজন্য জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে রাশিয়ার ভেতরের বিভিন্ন নিশানায় হামলা চালানোর জন্য পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের এখতিয়ার ইউক্রেইনকে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।