‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপের সমান’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৬

ফুটবল ক্যারিয়ারে ব্যক্তিগতভাবে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি দলীয় সাফল্যও পেয়েছেন ভুরি ভুরি, তবে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ট্রফি বিশ্বকাপ জেতা হয়নি তার। যা নিয়ে এই তারকা ফরোয়ার্ডের কাছে নানা সময়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। সেই প্রসঙ্গ আবারও উঠল গতকাল (বৃহস্পতিবার), জবাবে রোনালদো পর্তুগালের হয়ে জেতা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফিকে বিশ্বকাপের সমান বলে মন্তব্য করেছেন।


পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা সদস্য ছিলেন পর্তুগালের ২০১৬ ইউরোজয়ী দলের। যদিও ইনজুরির কারণে তার ফাইনাল খেলা হয়নি। তবে ডাগআউট থেকে তিনি অনেকটা সেদিন প্রধান কোচ ফার্নান্দো সান্তোসের সহকারীর ভূমিকায় ছিলেন। পরে অধিনায়ক হিসেবে ইউরোর ট্রফি গ্রহণ করেন রোনালদো, এরপর উয়েফা নেশনস লিগেও দলকে শিরোপা জেতান। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি জাতীয় দল কিংবা ক্লাব কোথাও কোনো অপূর্ণতা রাখেননি। বিশ্বকাপ জিতেছেন কাতারে অনুষ্ঠিত ২০২২ আসরে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও